নিজস্ব প্রতিবেদকঃ আওয়ার কণ্ঠ ২৪. কম | ২১ আগস্ট ২০১৮ | ৪:১০ অপরাহ্ণ
আজ ২১/৮/১৮ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার মৈন্দ দারুল উলুম ইসলামীয়া হাঃ মাদ্রাসার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বার্ষিক ক্বেরাত হামদ নাত হিফজুল কোরান প্রতিযোগিতা ও কুরবানীর মাসায়িল বিতর্ক অনুষ্ঠানের চুড়ান্ত ফলাফল প্রকাশ!ও পুরস্কার বিতরণ করা হয়
উক্ত বিতর্ক অনুষ্ঠান কয়েকটি গ্রুপে ভাগ করা হয়, কুফা গ্রুপ উক্ত বিতর্কিত অনুষ্ঠানে নিজেদের মেধা ও যুক্তি উপস্থাপন করে বিজয়ী হয়েছে, কুইজ প্রতিযোগিতায় মোঃ আরমান আহমেদ প্রথম স্থান এবং প্রত্যেক গ্রুপে তিন জন করে বিজয়ী হয়েছে। তাদেরকে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় ।
ছাত্রদের হাতে পুরুষ্কার তুলে দেন মাদ্রাসার শিক্ষক মাওঃ মুফতি রহমত উল্লাহ,হাফেজ অলিউল্লাহ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ
তিনি ছাত্রদের উদ্দেশ্যে মুল্যবান নসীহত পেশ করে বক্তব্য দেন , হে স্হেপদ ছাত্র বৃন্দ তোমরা আরো এগিয়ে যাও, আজকে যেমন মাদ্রাসা র বিতর্ক অনুষ্ঠানে বিজয়ী হয়েছ । ঠিক তেমনি ভাবে বাতিলের বিরুদ্ধে প্রত্যেক টি বিতর্ক অনুষ্ঠানে সাহসীকতার সঙ্গে বিজয়ী হবে সেই প্রত্যাশাই রইল তোমাদের প্রতি হে আল্লাহ আমাদের ছাত্রদেরকে তুমি কবুল কর তাদের প্রতিভাকে বিকশিত করার তাওফিক দান কর । পরিশেষে বলব হে ছাত্র বৃন্দ তোমাদের প্রতিভা দেখে আমরা মুগ্ধ হয়েছি । এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তোমাদের কে উস্তাদ বৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ ।