• শিরোনাম


    ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিলেট- কুমিল্লা মহা- সড়কে মাইক্রোবাস চাপায় স্কুল শিক্ষক নিহত।

    | ০৫ জানুয়ারি ২০১৯ | ৩:০২ পূর্বাহ্ণ

    ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিলেট- কুমিল্লা মহা- সড়কে মাইক্রোবাস চাপায় স্কুল শিক্ষক নিহত।

    ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাইক্রোবাস চাপায় জহিরুল হক ভূঁইয়া (৭০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।

    আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দাবাদ সিলেট -কুমিল্লা মহা- সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।



    নিহত স্কুল শিক্ষক জহিরুল হক কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকার বাসিন্দা আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে এবং স্থানীয় বাদৈর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা থেকে কিছুদিন আগে অবসর নিয়েছেন । বাসটি আটক করেছে পুলিশ ড্রাইভার পলাতক।

    ঘটনা সুত্রে জানা যায়, সকালে জহিরুল হক স্থানীয় তিনলাখ পীর বাস ষ্ট্যান্ড এ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা দ্রুতগামী বেপরোয়া একটি মাইক্রোবাস পেছন থেকে জহিরুল হককে চাপা দেয়।

    এতে গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।

    কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম