• শিরোনাম


    ব্যারিস্টার রুমিন ফারহানা বিনা প্রতিদ্বন্দিতায় এমপি নির্বাচিত

    রিপোর্ট: এম এ করিম, সরাইল থেকে | ২৮ মে ২০১৯ | ১১:৩২ অপরাহ্ণ

    ব্যারিস্টার রুমিন ফারহানা বিনা প্রতিদ্বন্দিতায় এমপি নির্বাচিত

    ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে এমপি পদে বিগত নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বিনা প্রতিদ্বন্দ্বীতায় এমপি নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম মঙ্গলবার (২৮মে) প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় বিকেল ৫টা পেরিয়ে গেলে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। দু-এক দিনের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। এরপর তার শপথ অনুষ্ঠিত হবে।
    গত ২১ মে যাচাই-বাছাইয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ হয় এবং প্রার্থীতা প্রত্যাহার না করায় একক প্রার্থী হিসেবে তিনি বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২০ মে। মনোনয়নপত্র বাছাই ২১ মে এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মে। আর ভোট হওয়ার কথা ছিল ১৬ জুন। গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সাতটি আসনে জয় লাভ করে। কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ নিয়ে সংসদে গেছেন। এক্ষেত্রে সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন আইন অনুযায়ী, দলটিকে ১টি আসন বণ্টন করে দিয়ে নির্বাচনের তফসিল দেয় ইসি। বিএনপির এই একটি আসনে দলের পক্ষ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে ৫ম বারের মত নির্বাচিত এমপি ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া প্রস্তাবকারী ও বগুড়া-৪ আসনে নির্বাচিত এমপি মোঃ মোশারফ হোসেন সমর্থনকারী হিসেবে স্বাক্ষরিত মনোনয়ন পত্র জমা দেন বিশিষ্ট ভাষা সংগ্রামী অলি আহাদের মেয়ে ও টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে একক প্রার্থী হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম