নিজস্ব প্রতিবেদকঃ | ১৪ জুলাই ২০১৮ | ৮:১৪ অপরাহ্ণ
আজ ১৪ জুলাই’১৮ আল কিবলা হজ কাফেলার ব্যবস্থাপনায়
চট্টগ্রামের চকবাজারের আনিকা কমিউনিটি সেন্টারে হজ প্রশিক্ষণ কমর্শালা অনুষ্ঠিত হয় এতে অন্যন্যদের মধ্যেবক্তব্য রাখেন ড.আ.ফ.ম.খালেদ হুসাইন।আয়োজিত এ কমর্শালায় তিনি উল্লেখ করেন যে, হারাম ভক্ষণকারীর দু’আ আল্লাহ তায়ালার দরবারে কবুল হয় না। সৎ, সততা, তাকওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন হজের মূল স্পিরিট/চালিকা শক্তি, সুতরাং সুদ ঘুষের মাধ্যমে উপার্জিত টাকা দ্বারা হজ্ব হবেনা, continu……..