• শিরোনাম


    বেফাকের শুকরিয়া মিছিলে মুফতি ফয়জুল্লাহ’র কঠিন হুশিয়ারী। আওয়ার কণ্ঠ ourkantha

    গাজী আশরাফ আজহার, স্টাফ রিপোর্টারঃঃ আওয়ার কণ্ঠ | ২১ সেপ্টেম্বর ২০১৮ | ৪:৪০ পূর্বাহ্ণ

    বেফাকের শুকরিয়া মিছিলে মুফতি ফয়জুল্লাহ’র কঠিন হুশিয়ারী।   আওয়ার কণ্ঠ  ourkantha

    গতকাল বৃহস্পতিবার (২০/০৯/১৮) কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স এর সমমর্যাদা দিয়ে সংসদে কওমি আইন ২০১৮ পাস হওয়ায় বেফাকের নেতৃত্বে শুকরানা মিছিল করে বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র সহ বেফাকের নেতৃবৃন্দ। মিছিল শেষে মুফতি ফয়জুল্লাহ এক জ্বালাময়ী ভাষণ দেন।
    ভাষণের চুম্বক অংশটুকু আওয়ার কণ্ঠ পাঠকদের জন্য তুলে ধরা হলো। তিনি প্রথমেই আহমদ শফী সাহেবের স্মৃতিচারণ করে বলেন
    আল্লামা আহমদ শফি সাহেবের ইচ্ছে ছিলো উনি দুনিয়া থেকে বিদায় নেয়ার আগে এই কওমি স্বীকৃতি দেখে যেতে চান, এবং হাসপাতালের বিছানায় শুয়ে এব্যাপারে আলোচনা ও করেন হুজুর দের সাথে। প্রধানমন্ত্রী বরাবর এই আকাংখা ব্যক্ত করে চিটি লিখেন।

    হুজুর আরো বলেন,এই কওমি স্বীকৃতি শুধু কওমি আলেমসমাজ কেই উপকৃত করেনি এদেশ কেও অনেক দূর এগিয়ে নিয়ে গেছে,এবং শিক্ষার হাড় কে কমপক্ষে ২০% বৃদ্ধি করেছেন।



    মুফতি ফয়জুল্লাহ দাঃবাঃ আরো বলেন, ইসলাম বিরোধী অপশক্তি রা আজ এই কওমি স্বীকৃতির বিরোধিতা করতেছে,এবং পরিষ্কার বলছি,কওমি মাদ্রাসা সূর্য, এই সূর্য কখনো অপশক্তির কাছে নত হয়না।

    এবং এই স্বীকৃতি দেয়ার কারনে যদি কোন অপশক্তি মাননীয় প্রধানমন্ত্রী কে নিয়ে ষড়যন্ত্র করে তাহলে এদেশের আলেম উলামা রক্ত দিয়ে হলেও এর প্রতিবাদ করবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম