নিজস্ব প্রতিনিধিঃ | ২১ জুলাই ২০১৮ | ৫:২৬ পূর্বাহ্ণ
বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, দেশনেত্রী
বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ নেতাকর্মীদের অংশগ্রহণে মহাসমাবেশের রূপ নিয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছেন সমাবেশে। ফলে দলের প্রধান কার্যালয়ের সামনের সড়ক জনসমুদ্রের জোয়াররে পরিণত হয়েছে। মানুষ আর মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল।
স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে নয়াপল্টন। ‘স্বৈরাচারীর কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘জেলের তালা ভাঙব, আমার মাকে আনব,’ ‘আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেবো না’, ইত্যাদি স্লোগানে উত্তাল সমাবেশস্থল।
শুক্রবার, ২০ জুলাই, দুপুর ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়ে ৫টায় শেষ হয়।