• শিরোনাম


    কিশোর গ্যাংয়ে ভরপুর একলাশপুর

    বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যসহ আটক ৭

    মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি | ১৯ অক্টোবর ২০২০ | ১২:৪৭ অপরাহ্ণ

    বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যসহ আটক ৭

    নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন বাহিনীর কিশোর গ্যাংয়ের ৬ সদস্যসহ ৭জনকে আটক করেছে।

    রোববার দিবাগত রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যসহ ৭জনকে আটক করা হয়।



    সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বেগমগঞ্জ থানা পুলিশ।

    আটককৃতরা হলো, সুমন বাহিনীর সদস্য একলাশপুরের লাল মিয়াজী বাড়ির জয়নাল আবেদীন’র ছেলে মোরশেদ আলম বাবু (১৮), একলাশপুরের গাড়িয়াল বাড়ির আলতাফ হোসেন’র ছেলে মোহাম্মদ জহির (১৭), একলাশপুর গ্রামের নিজাম উদ্দিন’র ছেলে কিশোর গ্যাং হৃদয় গ্রুপের সদস্য ইমাম উদ্দিন সাব্বির (১৯), একলাশপুরের লাল মিয়াজী বাড়ির শহীদ উল্যার ছেলে তানজিদ মেহরাজ (১৮), একলাশপুরের কাজী বাড়ির মোশারফ হোসেন স্বপনের ছেলে দাইমুল ইসলাম পাভেল (১৯), পশ্চিম একলাশপুর গ্রামের শাহ আলম মাস্টারের ছেলে কিশোর গ্যাং তুফান গ্রুপের সদস্য জাবেদ (১৮), মধ্য একলাশপুর গ্রামের মনির আহম্মদ মাস্টারের ছেলে সম্রাট বাহিনীর সদস্য নাছরোল্লাহ নেহাল (৩৩)

    আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা যায়, আটকরা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এছাড়াও ওই এলাকায় কোন অপরিচিত লোক এলে তাকে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। স্থানীয়দের অভিযোগ কিশোর গ্যাংয়ে ভরপুর উপজেলার একলাশপুর ইউনিয়ন। সেই সাথে কিশোর গ্যাং দমনে অব্যাহত অভিযানের দাবি জানান তারা।

    বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার (পিপি এম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একাধিক মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম