রিপোর্ট : কে.এম.সুহেল আহমদ | ২৫ মে ২০১৯ | ১১:২৯ অপরাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জের ৫নং বুধবারীবাজার ইউনিয়নের বিলেত প্রবাসিদের নিয়ে গঠিত সংগঠন ‘বুধবারীবাজার ইউনিয়ন ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউ.কে ‘ এর আয়োজনে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইস্টলন্ডনের চিল্ড্রেন ইডুকেশন সেন্টারে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল ইউনিয়নবাসির উপস্থিতি যেন এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে ইফতার পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন মোঃমকলু মিয়া।
কবি এ.কে.এম. আব্দুল্লাহ’র উপস্থাপনায়
পরিচয়পর্বে আহবায়ক কমিটিকে- পরিচয় করিয়ে দেন ফজলুল হক ফজলু। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মৌলানা নসির উদ্দিন। আলোচনায় অংশ নেন মস্তফা মিয়া, সেলিম আহমদ খান,আনোয়ার হোসেন,আনোয়ার উদ্দিন পংকি, ইছবাহ উদ্দিন, জয়নাল উদ্দিন, মখন মিয়া,ফানু মিয়া,মজির উদ্দিন,আব্দুল কাইয়ুম হান্নান, সামছুদ্দিন খান,রফিকুল ইসলাম নজরুল,নিজাম উদ্দিন, জহির হোসেন গৌছ,জামিল আহমদ,জয়নাল উদ্দিন খান,নাজিম উদ্দিন,সুলতান হায়দার,মৌলানা জসিম উদ্দিন,ফারুক আহমেদ, জয়নুল ইসলাম,আব্দুর রহমান, বেলাল আহমদ মাদারি,ময়নুল হক, আব্দুল কালাম,সামছুল হক,বেলাল উদ্দিন,মোহাম্মদ রুবেল প্রমুখ।দোয়াপূর্ব আলোচনায় আরও অংশ নেন- আব্দুল হাই, মাসুক আহমদ,আব্দুল বাছিত,আব্দুল বাছির, আনোয়ার শাহজাহান, মৌলানা রফিক উদ্দিন, জুনেদ আহমেদ,মৌলানা আশরাফুল ইসলাম, আব্দুল লতিফ নিজাম খয়রুল ইসলাম প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, বুধবারীবাজার ইউনিয়নের সার্বিক উন্নয়নের সাথে সাথে একটি হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত হয় ‘বুধবারীবাজার ইউনিয়ন ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউ.কে’।