• শিরোনাম


    বুদ্ধিমান বনাম বুদ্ধিজীবী: এম.ডি. সালাহ্উদ্দিন

    | ০৫ জানুয়ারি ২০১৯ | ৫:৩২ অপরাহ্ণ

    বুদ্ধিমান বনাম বুদ্ধিজীবী: এম.ডি. সালাহ্উদ্দিন

    বুদ্ধিমান = যিনি বুদ্ধি ব্যবহার করে কার্য সম্পাদন করেন।

    বুদ্ধিজীবী = যিনি বুদ্ধি কেনাবেচা করে জীবিকা নির্বাহ করেন।



    সেইসূত্রে, একজন বুদ্ধিমান যেমন হতে পারেন সমাজের শ্রেষ্ঠতম কল্যানের কারন, বিপরীতে একজন বুদ্ধিজীবী হতে পারেন সমাজের উল্লেখযোগ্য ক্ষতির কারন।

    গতরাতে টিভিতে টকশো দেখছিলাম, বিষয় ছিলো- নির্বাচন কি সুষ্ঠ নাকি দুষ্ট?

    আমরা সবসময়ই দেখেছি যে- প্রায় সবগুলো টকশোতেই বাইরে থেকে ফোন করে প্রশ্ন করার উন্মুক্ত সেল খোলা থাকে, সে নিয়ে এ পর্যন্ত টকশোতে আসা কারো কোন আপত্তিকর মন্তব্য শুনিনি।
    কিন্তু গতরাতে টকশো চলাকালে বাইরে থেকে একজন ফোন করে জানতে চাইলেন যে- তিনি এ বৎসর নতুন ভোটার হয়েছেন, ভোট দিতে গিয়ে নিজের ভোট তো পেলেনই না বরং তাকে ধমক দিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে, এমতাবস্থায় তিনি সেটাকে কি ভাবে সুষ্ঠ নির্বাচন বলতে পারেন।

    যার কাছে প্রশ্ন করা হয়েছিলো, সেই বুদ্ধিজীবী বললেন, এটা হতে পারেনা, এখানে আপনারা বাইরে থেকে প্রশ্ন করার জন্য উন্মুক্ত সেল খোলে রেখেছেন, কে কোত্থেকে কি ভূয়া প্রশ্ন করে বসে থাকবে, এ গুলো সঠিক নাকি?

    সঞ্চালক বললেন, তিনি তো তার পরিচয় বলেছেন?

    বুদ্ধিজীবী বল্লেন, তার অভিযোগ থাকলে সেটা নির্বাচন কমিশনকে করতে পারেন।

    পাশ থেকে আরেক বুদ্ধিজীবী তার কথা টেনে নিয়ে বললেন, বড় বড় রাজনৈতিক নেতারা যেখানে অভিযোগ করে কোন প্রতিকার পায়না, সেখানে তিনি একজন সামান্য ভোটার যাবেন অভিযোগ করতে!!

    প্রতিক্রিয়া – টকশোতে বাইরে থেকে প্রশ্ন করার উন্মুক্ত সেল খোলা থাকবে, এটাই তো গনতন্ত্র, বাইরে থেকে প্রশ্ন করার উন্মুক্ত সেল নিয়ে বুদ্ধিজীবীর এই মন্তব্য কি গনতন্ত্রের পরিপন্থী নয়?

    এসব বুদ্ধিজীবীরা দেশের সাধারণ মানুষদেরকে এ ভাবে ভূয়া বলে উড়িয়ে দেবার মতো এতো বুদ্ধি কোথা থেকে আমদানি করেছেন?

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম