• শিরোনাম


    বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন

    আনহার বিন সাইদ | ০৯ মার্চ ২০২২ | ৮:২২ অপরাহ্ণ

    বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন

    অধ্যাবসায় ছাড়া
    লক্ষ্যে পৌছা সম্ভব নয়
    —- কাজী জামাল উদ্দিন
    লক্ষ্যে স্হীর করতে হবে আমি কি হতে চাই?
    লক্ষ্যে প্রাণে পৌছতে হলে কটুর অধ্যাবসায় করতে হবে, অধ্যাবসায় ছাড়া লক্ষ্যে পৌছা সম্ভব নয়। যখন লক্ষ্যে পৌছবেন তখন আপনার প্ররিশ্রম স্বার্থক হবে এবং আপনার পিতা মাতার স্বপ্ন পুরুন হবে।
    বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি খ্যাতিমান সাংবাদিক কাজী জামাল উদ্দিন ৯ ( মার্চ বুধবার) দুপুরে বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে একাদশ শ্রেণীর নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন।
    নবীন বরন অনুষ্ঠানটি প্রিন্সিপাল দুলাল আহমদের সভাপতিত্বে এবং কলেজের ভাইস প্রিন্সিপাল রফিক আহমদের সঞ্চালনায় কাজী জামাল উদ্দিন আরো বলেন, শিক্ষার সাথে নৈতিকার একটি বিষয় আছে। একটি শিক্ষিত জাতির সাথে বোধ সম্পন্ন জাতির খুবই দরকার, তা আসলে বর্তমান এই সমাজে আমরা উপভোগ করছি।
    আমরা উপলব্দি করছি শিক্ষিত মানুষ গুলো অনেক সময় অশিক্ষিত মানুষের মত কাজ করে পেলে।

    তিনি বলেন, শিক্ষিত মানুষ গুলো নৈতিক অবক্ষয়ের কারণে
    নীতি নৈতিকার বিরুদ্ধে অবস্হান নিয়ে যে সব কাজ করে তা হলো, সুদ ঘুষ দুর্নীতি! তাই নৈতিকতার মানে বলিয়ান হওয়ার জন্য উপস্হিত সকল ছাত্র ছাত্রীদের প্রতি তিনি আহবান জানান।



    এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাব্বীর আহমদ উসমানী,
    বক্তব্য রাখেন, বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু,
    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম ও সাপ্তাহিক আমাদের সিলেট বিশ্বনাথ প্রতিনিধি মোঃ শাহিন উদ্দিন,
    শুভেচ্ছা বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণীর ছাত্রী আফিফা আক্তার মুন, তানজিনা বেগম রাহমা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক মুহাম্মদ সুমন।

    এতে অন্যানোর মধ্যে উপস্হিত ছিলেন, দৈনিক লাল সবুজের দেশ ও টাইম সিলেট ডটকম এর বিশ্বনাথ প্রতিনিধি আনহার বিন সাঈদ,
    শিক্ষক শাহীন আলম বিজয়, এম এ রহমান, রুবেল, বুশরা, আফিয়া বেগম তাহেরা, তাজ ইউ আহমদ, নান্টু চন্দ্র, ফাইজা খানম রিপা বর্ষাপাল, সুমাইয়া বেগম, রুজি বেগম, তাহমিনা বেগম, শামীমা বেগম প্রমুখ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম