বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদ:- | ১৭ সেপ্টেম্বর ২০২১ | ৯:১৭ অপরাহ্ণ
খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি সামছুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, আজ দেশে ইসলামী আন্দোলন-সংগঠনের জন্য প্রতিকূল পরিবেশ বিরাজমান। বিদেশী শক্তির ইন্ধনে ক্ষমতাসীনরা ইসলামী শক্তিকে কোণঠাসা করে রাখার জন্য মরিয়া। তারা ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে কল্পনা করতে ভয় পায়। অথচ ৯৫ ভাগ মুসলমানের দেশে ইসলাম ছাড়া অন্য কোন আদর্শের অনুশীলন কাম্য নয়।জনগণ ইসলামী শক্তির বিজয় চায়। এজন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সকল বাঁধা ও প্রতিকূলতা উপেক্ষা করে দ্বীন কায়েমের সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে। তিনি আজ শুক্রবার (১৭সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, বিশ্বনাথ উপজেলা শাখা আয়োজিত সভার দ্বিতীয় অধিবেশনে স্থানীয় খেলাফত মজলিস কার্যালয়ে বিকেল ৩টার নির্ধারিত কর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার ষান্মাসিক প্রশিক্ষণ মজলিস ও শুরা অধিবেশন সকাল ১১টায় সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিষয় ভিত্তিক আলোচনা করেন, সিলেট জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ সাইদুর রহমান চৌধুরী, জেলা নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহ-সভাপতি অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েক, ক্বারী ওবায়দুল হক, মুফতি শিহাব উদ্দিন, সহ-সাধারন সম্পাদক শরিফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক, প্রশিক্ষণ সম্পাদক রফিক আহমদ, সহসাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহ বায়তুলমাল সম্পাদক রাসেল শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনহার বিন সাইদ, নির্বাহী সদস্য ও শ্রমিক নেতা ইকবাল আহমদ, নির্বাহী সদস্য এমদাদুল্লাহ, মজদুদ্দিন মাজেদ, লামাকাজী ইউপি সভাপতি মাওলানা লুৎফুর রহমান ও দশঘর ইউপি সভাপতি মাওলানা লোকমান আলী প্রমূখ।