এম.এ রহিম, গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি (সিলেট) | ২১ অক্টোবর ২০২০ | ২:৩০ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন পরগনা বাজার সংলগ্ন নদী থেকে অবৈধ বালু খেকুদের বিরুদ্ধে বাংলার বারুদ নামক অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ পেয়ে ফেইসবুক ব্যবহার কারি মো.আব্দুল্লাহ্ এই সংবাদ সিয়ার করেন।
উনার শেয়ার করা সংবাদ সাংবাদিক রহিমের নজরে পড়তে তিনিও তাহা শেয়ার করেন।
শেয়ার করা সংবাদটি এলাকায় জানাজানি হলে বালু মহলের শক্তিশালী চক্রের গডফাদার আছদ্দর আলী সাংবাদিক রহিমকে ফোন করেন।
রহিম বিষয়টির সুষ্ঠুভাবে বিবরণ দিয়ে বলেন,
আমি সংবাদটি শেয়ার অবস্থায় আব্দুল্লাহ্ ভাইয়ের আইডিতে পাই পরে আমিও শেয়ার করি।
এটা শুনার পর আছদ্দর আলী উত্তেজিত হয়ে অশ্লীল আচরণ করে এবং শেয়ারকারীদের প্রানে মারার হুমকিও দেয়।
সমাজসেবক আব্দুল্লাহ্ আছদ্দর আলীর হুমকির ফোন রেকর্ড পাওয়ার পর! জীবন নিরাপত্তায় চিন্তিত হয়ে প্রশাসন ও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে কল রেকর্ড সহ্ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ হস্তান্তর করেন।