• শিরোনাম


    বিবিসির জরিপেও আল্লামা আহমদ শফি সাহেবের বক্তব্যের সাথে একমত সারা দেশবাসী।

    মুহাম্মদ ইলিয়াছ খান। | ১৫ জানুয়ারি ২০১৯ | ৫:৩০ পূর্বাহ্ণ

    বিবিসির জরিপেও আল্লামা আহমদ শফি সাহেবের বক্তব্যের সাথে একমত সারা দেশবাসী।

    নারী শিক্ষা : বিবিসি বাংলার জরিপেও আল্লামা শফীর প্রতি বিপুল সমর্থন প্রকাশ পেয়েছে।

    আজ দুপুর একটার দিকে বিবিসি বাংলার ফেসবুক পেজে আল্লামা আহমদ শফীর একটি বক্তব্যের ব্যাপারে মন্তব্য চাওয়া হয়। বিবিসি বাংলার পেইজে এভাবে পোস্ট দেওয়া হয়, ‘কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়লে মেয়েদের বোরকা পরতে হবে’ হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর এমন মন্তব্য আপনি কিভাবে দেখছেন?



    পোস্টটি দেওয়ার ১০ ঘণ্টা পর এ কলাম লেখার সময় (রাত সাড়ে ১০টা) পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার কমেন্ট পড়েছে।

    স্কুল কলেজে পড়তে হলে বোরকা পরে আসার ব্যাপারে আল্লামা আহমদ শফীর বক্তব্যের ব্যাপারে বিবিসি বাংলা জানতে চেয়েছে, আপনি কি তার সাথে একমত?

    এতে বিপুল সংখ্যক মানুষ মন্তব্য করেছেন এবং করেই চলেছেন। কেবল পুরুষরা না, অনেক নারীও এই মতামত জরিপে অংশ নিয়েছেন। তারা পর্দা ও বোরকাকে তাদের জন্য কল্যাণকর এবং উপকারী বলে মত দেন। এ পর্যন্ত গড়ে প্রায় প্রতি দুই আড়াই সেকেন্ডে একটি করে কমেন্ট হয়েছে। এ হার ধীরে ধীরে বেড়েই চলেছে। এ বিপুল পরিমাণ কমেন্টের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মন্তব্যে আল্লামা আহমদ শফীকে সমর্থন করা হয়েছে। জরিপের উপর করা এক প্রতিবেদনে বিবিসি বাংলাও বিষয়টি স্বীকার করে নিয়েছে।

    নিচে পোস্টটির লিংক দেওয়া হলো, https://m.facebook.com/story.php?story_fbid=2218949134810646&id=264572343581678

    মন্তব্যের পাশাপাশি অনেকেই এ বিষয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতাও শেয়ার করে চলেছেন। পাশাপাশি যুক্তি-প্রমাণ এবং দেশ ও সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছেন।

    জরিপে সাধারণ মানুষের পাশাপাশি মুফতি মিযানুর রহমান সাঈদের মত বিশিষ্ট আলেমকেও মন্তব্য করতে দেখা গেছে।

    সাধারণ মন্তব্যের পাশাপাশি আল্লামা আহমদ শফীর পক্ষে ও বিপক্ষে অনেককেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতেও দেখা গেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম