| ০৫ জানুয়ারি ২০১৯ | ২:১৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমের প্লেয়ার ড্রাফট ইতোমধ্যে অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের পর বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে ২০১৯ সালের ৫ জানুয়ারি পর্দা উঠবে ষষ্ঠ আসরের। এক মাসেরও বেশি সময় ধরে চলা এ আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি। এবার বিপিএলে নতুনত্ব হিসেবে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
আসরের ম্যাচগুলো শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (ঢাকা), সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট) এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (চট্টগ্রাম)- এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এবারের আসরের প্রতি ‘ম্যাচ-ডে’তে দু’টি করে ম্যাচ আয়োজন করা হবে। শুক্রবার ব্যতিত দিনের প্রথম খেলা দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে যেখানে রাতের খেলাটি শুরু হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিট থেকে। আর ছুটির দিন শুক্রবারে দিনের প্রথম খেলা দুপুর ২টায় এবং রাতের খেলা সন্ধ্যা ৭টায়।
বিপিএল-২০১৯ এর পূর্ণাঙ্গ সূচি :
৫ জানুয়ারী_ রংপুর বনাম চট্টগ্রাম (১২ঃ৩০)
৫ জানুয়ারী_ ঢাকা বনাম রাজশাহী (৫ঃ২০)
৬ জানুয়ারী_ কুমিল্লা বনাম সিলেট (১২ঃ৩০)
৬ জানুয়ারী_ খুলনা বনাম রংপুর (৫ঃ২০)
৮ জানুয়ারী_ ঢাকা বনাম খুলনা (১২ঃ৩০)
৮ জানুয়ারী_ কুমিল্লা বনাম রংপুর (৫ঃ২০)
৯ জানুয়ারী_ সিলেট বনাম চট্টগ্রাম (১২ঃ৩০)
৯ জানুয়ারী_ খুলনা বনাম রাজশাহী (৫ঃ২০)
১১ জানুয়ারী_ ঢাকা বনাম রংপুর (২ঃ০০)
১১ জানুয়ারী_ কুমিল্লা বনাম রাজশাহী (৭ঃ০০)
১২ জানুয়ারী_ চট্টগ্রাম বনাম খুলনা (১২ঃ৩০)
১৩ জানুয়ারী_ রংপুর বনাম রাজশাহী (১২ঃ৩০)
১৩ জানুয়ারী_ চট্টগ্রাম বনাম কুমিল্লা (৫ঃ২০)
১৫ জানুয়ারী_ খুলনা বনাম রাজশাহী (১২ঃ৩০)
১৫ জানুয়ারী_ সিলেট বনাম কুমিল্লা (৫ঃ২০)
১৬ জানুয়ারী_ ঢাকা বনাম রাজশাহী (১২ঃ৩০)
১৬ জানুয়ারী_ সিলেট বনাম রংপুর (৫ঃ২০)
১৮ জানুয়ারী_ সিলেট বনাম ঢাকা (২ঃ০০)
১৮ জানুয়ারী_ খুলনা বনাম কুমিল্লা (৭ঃ০০)
১৯ জানুয়ারী_ সিলেট বনাম রংপুর (১২ঃ৩০)
১৯ জানুয়ারী_ চট্টগ্রাম বনাম খুলনা (৫ঃ২০)
২১ জানুয়ারী_ কুমিল্লা বনাম রাজশাহী (১২ঃ৩০)
২১ জানুয়ারী_ ঢাকা বনাম চট্টগ্রাম (৫ঃ২০)
২২ জানুয়ারী_ খুলনা বনাম রংপুর (১২ঃ৩০)
২২ জানুয়ারী_ ঢাকা বনাম কুমিল্লা (৫ঃ২০)
২৩ জানুয়ারী_ চট্টগ্রাম বনাম রাজশাহী (১২ঃ৩০)
২৩ জানুয়ারী_ খুলনা বনাম সিলেট (৫ঃ২০)
২৫ জানুয়ারী_ সিলেট বনাম রাজশাহী (২ঃ০০)
২৫ জানুয়ারী_ চট্টগ্রাম বনাম রংপুর (৭ঃ০০)
২৬ জানুয়ারী_ সিলেট বনাম খুলনা (২ঃ৩০)
২৬ জানুয়ারী_ চট্টগ্রাম বনাম রাজশাহী (৫ঃ২০)
২৮ জানুয়ারী_ খুলনা বনাম কুমিল্লা (১২ঃ৩০)
২৮ জানুয়ারী_ ঢাকা বনাম রংপুর (৫ঃ২০)
২৯ জানুয়ারী_ চট্টগ্রাম বনাম কুমিল্লা (১২ঃ৩০)
২৯ জানুয়ারী_ রংপুর বনাম রাজশাহী (৫ঃ২০)
৩০ জানুয়ারী_ চট্টগ্রাম বনাম ঢাকা (১২ঃ৩০)
৩০ জানুয়ারী_ সিলেট বনাম রাজশাহী (৫ঃ২০)
১ ফেব্রুয়ারি_ ঢাকা বনাম কুমিল্লা (২ঃ০০)
১ ফেব্রুয়ারি_ চট্টগ্রাম বনাম সিলেট (৭ঃ০০)
২ ফেব্রুয়ারি_ কুমিল্লা বনাম রংপুর (১২ঃ৩০)
২ ফেব্রুয়ারি_ ঢাকা বনাম খুলনা (৫ঃ২০)
৪ ফেব্রুয়ারি_ এলিমিনেটর (১২ঃ৩০)
৪ ফেব্রুয়ারি_ কোয়ালিফায়ার-১ (৫ঃ২০)
৬ ফেব্রুয়ারি_ কোয়ালিফায়ার-২ (৫ঃ২০)
৮ ফেব্রুয়ারি_ ফাইনাল (সন্ধ্য ৭ টায়)
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |