• শিরোনাম


    বিদ্যাকুটে সরকারী কাজে বাঁধা দেওয়ায় এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

    এস.এম অলিউল্লাহ স্টাফ রিপোর্টার | ১৩ মার্চ ২০২০ | ৫:৫৮ পূর্বাহ্ণ

    বিদ্যাকুটে সরকারী কাজে বাঁধা দেওয়ায় এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে সরকারি কর্মচারী কে তার কর্তব্য পালনে বাধা প্রদান ও বল প্রয়োগ করায় বিদ্যাকুট গ্রামের ফজলুল হকের ছেলে মোজাম্মেল হক সোহেল (৩২)কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ০৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

    জানা যায়,বৃহস্পতিবার(১২/০৩)সকালে বিদ্যাকুট ইউনিয়ন ভূমি অফিসের মালিকানাধীন পুকুর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করেন মোজাম্মেল হক। এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল হক উপস্থিত হয়ে সরকারী জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটতে নিষেদ ও বাধা প্রদান করলে মোজাম্মে হক ওই ভূমি কর্মকর্তার উপর বল প্রয়োগ ও সরকারী কাজে দায়িত্ব পালনে বাঁধা দেন।



    এই ঘটনায় নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.ইকবাল হাসান,বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোজাম্মেল হক সোহেলকে ১ বছরের কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।পরে তাকে নবীনগর থানা পুলিশ জেল হাজতে প্রেরণ করেন ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম