| ১৬ আগস্ট ২০১৮ | ৬:৩১ অপরাহ্ণ
বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের মান বেড়েছে দাবি করে দর্শকদের বিটিভি দেখার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গরবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহবান জানান। তিনি বলেন, “অনুষ্ঠানের মান বেড়েছে, আপনারা সবাই বিটিভি দেখুন।”
তিনি আরো বলেন, মাদকের কুফল সম্পর্কে প্রচারনা কার্যক্রম পরিচালনা করা হবে। পার্বত্যাঞ্চল সহ সারা দেশে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। সাংবাদিকদের ওপর যারা হামলা করেছে তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা গুজব ছড়ায় ও নারীর প্রতি সহিংসতা করে তাদের বিরুদ্ধে বিশেষ সেল গঠন করার কথাও জানা তিনি।