| ১৭ মার্চ ২০২০ | ৪:৪৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা, বিটঘর গ্রামে বাবু সুরেন্ড মেম্বার এর বাড়ির মাঠ প্রাঙ্গনে ১৬ মার্চ রোজ সোমবার বিকালে বিটঘর মধ্য পৃর্বপাড়া যুবসমাজ এর উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জম্মশত বার্ষিকী উপলক্ষে রঙ্গীন
রঙ্গীন টিভিকাপ ত্রুিকেট টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আব্দুল্লাহ ও রুবেল এর পরিচালনায় যে ২টি দল অংশ গ্রহন করেন ভদ্রগাছা ত্রুিকেট একাদশ বনাম গুড়িগ্রাম ত্রুিকেট একাদশ। গুড়িগ্রাম ত্রুিকেট একাদশ কে ১৬ রানে পরাজিত করে, ভদ্রগাছা ত্রুিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিটঘর ইউনিয়ন আওয়ামী যুবলীগ শাখা সাধারন সম্পাদক মেহেদী জাফর দস্তঙ্গীর, বিটঘর দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক রাজন সাহা, উপজেলা ছাত্রলীগ শাখা সাবেক সদস্য জাকির মুন্সী, ছাত্রলীগ নেতা রনি মুন্সী, সমাজ সেবক হাফিজ ভূইয়া,সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাসুম মির্জা,উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য নুরুল আমীন মুন্না, বিটঘর ইউনিয়ন ছাত্রলীগ শাখার সভাপতি শামীম মুন্সী, ছাত্রলীগ নেতা সাইমুন খান সোহাগ,প্রবাসী সুমন ভূইয়া,পার্থ বনিক,সুজিত সাহা,জয়ন্ত দাশ,অমল দাশ, বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ আমিন সহ টুনামেন্ট কমিটির রবি,ইয়াছিন,পাপন,সোহাগ,আমির খান,যাদব সাহা,অনিক,বলরাম,সাজন প্রমূখ।
আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন।