কবিঃ এম.ডি. সালাহ্উদ্দিন | ১৬ ডিসেম্বর ২০১৮ | ৫:১৭ পূর্বাহ্ণ
তোরা বাজাসনে আর
বাদ্যি বাজনা,
তুলিসনে আর
বিজয় গানের সুর।
মুক্তি আজো হয়নি তোদের
সাম্য আজো আসেনিরে,
আবার তোরা গর্জে উঠ
বিজয় বহুদূর।
জীবনটাকে বাজি ধরে
রক্ত দিয়ে যুদ্ধ করে,
কেউবা বেঁচে কেউবা মরে
যা হয়েছে অর্জন।
নয় রে তাহা স্বাধীনতা
নয় রে তাহা মুক্তি,
এ তো কেবল বন্ধ হলো
পাক শোষণের আগ্রাসন।
শাসক শ্রেণীর পালা বদল
শোষণ সে তো আছেই অটল,
সেই শোষণের ভাংতে শিকল
এক হয়ে সব লড়াই কর।
জীবনটাকে ধরে বাজি
মরলে শহিদ বাঁচলে গাজী,
ন্যায়নীতি প্রতিষ্ঠাতে
প্রয়োজনে অস্ত্র ধর।
সাম্য মুক্তি শান্তি পেতে
হাত রেখে সব হাতে হাতে,
মুক্তিযুদ্ধের চেতনাতে
দেশ গড়িতে আর একবার।
দুর্নীতির ঐ আখড়া সকল
ভেঙ্গে দিয়ে কররে দখল,
ধ্বসে দিতে বিষের ছোবল
এখনই কর অঙ্গীকার।