রিপোর্ট নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর ২০২০ | ৩:৫৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলায় মহান বিজয় দিবস উপলহ্মে ( ১৬ ডিসেম্বর) বুধবার ভোরে বীর শহীদদের প্রতি জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ( জেএসকেএফ) আশুগঞ্জ উপজেলা কমিটি সাংবাদিক নেতৃবৃন্দরা পুস্পঅর্পণ করেন। আশুগঞ্জ উপজেলা চত্বর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদর্যাপন করেন। এবং মুক্তিযুদ্ধে বীর শহীদের আত্নার মাগফেরাত কামনা করেন। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আশুগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ। সেসময় উপস্হিত ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আশুগঞ্জ উপজেলা কমিটির, সভাপতি ও সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, আলী আজম, সাংগঠনিক সম্পাদক ও অনলাইন টিলিভিশন চ্যানেল পথিক টিভির আশুগঞ্জ প্রতিনিধি, মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,কার্য নির্বাহী সদস্য, আবুল বাশার সেন্টু’ বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, তাছাড়াও উপস্হিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি আশুগঞ্জ উপজেলা যুব কমান্ডের নির্বাহী সদস্য, রহুল আমীন, মুক্তিযোদ্ধা সন্তান মোঃ মুনির মিয়া, প্রমুখ। সেসময় বক্তব্যে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আশুগঞ্জ উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন, বলে প্রতিশ্রুতিই ব্যক্ত করেন, ও সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।