| ২৩ জুন ২০১৯ | ৯:৪০ অপরাহ্ণ
মিশরি সেনাবাহিনী মুহম্মদ মুরসির জন্মস্থান ও গ্রাম আল-এদওয়াহে হানা দিয়ে সেখানকার বহু মানুষকে আটক করেছে এবং গ্রামটি এখনও অবরুদ্ধ করে রেখেছে।। মুরসির মৃত্যুকে কেন্দ্র করে তাঁর গ্রামবাসী যেনো সরকারবিরোধী বিক্ষোভ করতে না পারে, সেজন্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মুরসির মৃত্যুর পর মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে জরুরি অবস্থা জারি করে।
মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে গত ছ’ বছরের বেশিরভাগ সময় নির্জল সেলে বন্দি রাখা হয়। এছাড়া, তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়নি বলে তার পরিবার ও আইনজীবীরা অভিযোগ করেছেন। মুরসি নিজে আদালতে এর আগের শুনানির দিন বলেছিলেন, চিকিৎসার অভাবে তার শরীরের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে এবং তার জীবন হুমকির মুখে। কিন্তু সিসি’র সাজানো আদালতের পক্ষ থেকে তার এ কথাকে আমলে নেয়া হয়নি। শেষ পর্যন্ত সেই আদালতের এজলাসে বিচারকের সামনে মুরসির মৃত্যু হয়।
সূত্র: আল- জাজিরা।