প্রেস বিজ্ঞপ্তি | ১৪ অক্টোবর ২০২০ | ১২:০৬ পূর্বাহ্ণ
গত শনিবার (১০ই অক্টোবর ২০২০) কাতার কেন্দ্রীয় বিএনপির সভাপতি জনাব আবু ছায়েদ ও সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপি কাতার শাখার সহ-সভাপতি ইউসুফ সিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যানা যায়, গতবছর (২৬/১২/২০১৯) বিএনপি কাতার শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টির অভিযোগে এবং উক্ত বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে সংগঠনের সহ-সভাপতি মোঃ ইউসুফ সিকদারকে দোষী সাব্যস্ত করে তার পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।
সাত (৭) মাস গত হলেও তিনি উক্ত নোটিশের কোন জবাব না দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন ও আদর্শ পরিপন্থী নতুন নতুন কার্যকলাপে জরিয়ে পড়েন।
উক্ত পরিস্থিতিতে গত ৫/১০/২০২০ ইং তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাতার শাখার সহ-সভাপতির পদ থেকে মোঃ ইউসুফ সিকদারকে অব্যহতি দেয়া হয়।