• শিরোনাম


    বিএনপির জনসভা ২ দিন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

    | ২৫ সেপ্টেম্বর ২০১৮ | ১:৫৯ অপরাহ্ণ

    বিএনপির জনসভা ২ দিন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

    দেশের চলমান বিভিন্ন ইস্যুতে আগামী বৃহস্পতিবার ঢাকায় যে জনসভা করার ঘোষণা দিয়েছিল তা দুইদিন পিছিয়েছে বিএনপি।

    আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ
    জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে আগামী বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে।



    বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে জনসভা সফল করার জন্য আহবান জানানো হলো।

    সোহরাওয়ার্দি উদ্যানের অনুমতি পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ওইভাবে অনুমতি পাইনি। তবে আশা রাখছি যে, অনুমতি পাবো।’

    সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম