• শিরোনাম


    বাল্য বিয়ে নয়, বাল্য পতিতাবৃত্তি বন্ধ করুন।

    | ০১ ফেব্রুয়ারি ২০১৯ | ৫:১৪ পূর্বাহ্ণ

    বাল্য বিয়ে নয়, বাল্য পতিতাবৃত্তি বন্ধ করুন।

    দিনাজপুরের বিরামপুরে বাল্য বিয়ে পড়ানোর দায়ে হাফেজ মো. মোশারফ হোসেন (২৮) নামে এক ইমামকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।https://tinyurl.com/ybj995hr



    সরকার কুফরি বাল্য বিয়ে নিরোধ আইন প্রণয়ন করার মাধ্যমে বিয়ে বন্ধ করছে, কারাদন্ড দিচ্ছে। অথচ বাল্য বয়সে হাজার হাজার মেয়ে পতিতাবৃত্তিতে কঠিন মানবেতর জীবনযাপন করছে।যার কিছু কিছু খবর পত্রিকায় আসলেও অধিকাংশ খবর রয়ে যায় অজানা।
    ১.রাজবাড়ীর দৌলতদিয়া পতিতা পল্লীতে শিশু ও কিশোরী যৌনকর্মীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দালালরা প্রতিমাসে প্রায় ২০ জন নতুন শিশু ও কিশোরীকে নিষিদ্ধপল্লীর বাসিন্দায় পরিণত করছে। আর এভাবেই বেড়ে চলেছে যৌনকর্মীর সংখ্যা। বেড়েই চলেছে পল্লীর অভিশপ্ত যৌন জীবন।https://goo.gl/Fcnw5R
    ২. বাংলাদেশ জাতীয় উইমেন ল’ইয়ারস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফাহিমা নাসরিন জানান, সারাদেশে অন্তত ২০ হাজার শিশুকন্যা রাস্তায় পতিতাবৃত্তিতে নিয়োজিত। ।https://goo.gl/1HC5Qf
    ৩. পরিণত বয়স না হলেও কিশোরীদের ‘মাসিরা’ রাতারাতি বড় করে তুলছে গরু মোটাতাজাকরণে ব্যবহৃত ওষুধ খাইয়ে। এর ফলে খুব দ্রুত শরীরের বৃদ্ধি ঘটে। তাতে আকৃষ্ট হয় খদ্দের। দিনে তাদেরকে প্রায় ১০ জন খদ্দেরকে সামাল দিতে হয়। কখনো তারও বেশি। https://goo.gl/18JnHn
    ৪. ময়মনসিংহ পতিতাপল্লীতে রয়েছে বহু কিশোরী https://goo.gl/jcmTBB
    ৫. ফরিদপুরের পতিতাপল্লীতে রয়েছে অনেক কিশোরী http://archive.is/nixZa
    ৬. যৌনপল্লির ৬০ শতাংশের বেশি শিশু যৌনকর্মীhttp://archive.is/J6CqN

    এমন হাজার হাজার কিশোরী বাধ্য হয়ে আজ পতিতাবৃত্তিতে নাম লিখাচ্ছে।
    অথচ কি মিডিয়া,কি নারীবাদী, কি চুষিল সমাজ কেউ এদের নিয়ে কিছু বলছেনা!
    দেশের কোন এক অজপাড়া গায়ে কোন এক কিশোরীর বিয়ে হচ্ছে তা পত্রিকার পাতায় আসে এবং প্রশাসন পাগলের মত ছুটে যেয়ে বিয়ে বন্ধ করে, বিচার করে।

    কিন্তু এ সকল কিশোরী-ই তাদের নাকের ডগা দিয়ে যখন পতিতা পল্লীতে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তারা পুরাই বোবার ভূমিকা পালন করে!
    কারন এরাই তো তাদের খদ্দের।
    এসকল চুষিল , মিডিয়া সারাদিন বাল্য বিয়ের বিরুদ্ধে বলে কিন্তু রাতের বেলায় কিশোরী-ই খুঁজে বেড়ায়!
    একজন কিশোরী বিয়ে করে সম্মানজনক জীবন যাপন করবে তা তাদের সহ্য হয়না কিন্তু পতিতা পল্লীতে গেলে এদের কোন কষ্ট হয়না!

    যেসকল কিশোরী পতিতা পল্লীতে আছে-
    এখন কি তাদের স্বাস্থ্যহানি হয়না?
    এখন কি ১০ জন পুরুষকে সামাল দিতে তাদের কষ্ট হয়না?
    এখন কি মেয়ে মৃত্যুর হার বাড়েনা ?
    এখন কেন সংসদে আইন পাশ করে কিশোরী পতিতা নিষিদ্ধ ঘোষণা করা হছেনা ?

    তাই বর্বর বাল্য বিয়ে নিরোধ আইন বাতিল করা হোক।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম