মোহাম্মদ সেলিম রেজা বাঞ্ছারামপুর প্রতিনিধি | ৩১ অক্টোবর ২০২০ | ১:২১ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার শরিফপুর গ্রামের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শরীফপুর দক্ষিনপাড়া মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলার পুরো সময় উভয় দল তাদের কৌশলের মাধ্যেমে মাঠে উপস্থিত দর্শকদের আনন্দে মাতিয়ে রাখে। লাল দল ও সবুজ দলের মাঝে প্রীতি ফুটবল খেলায় লাল দল ১-০ গোলে সবুজ দল কে পরাজিত করে। উক্ত খেলার সভাপতিত্ব করেন মোহাম্মদ বাহাউদ্দীন বাহার ব্যাবসায়ী আরও উপস্থিতি ছিলেন আশিকুর রহমান জামাল সাংবাদিক এশিয়ান টিভি,সিএনএন বাংলা টিভি ও দেশবার্তার ষ্টাফ রিপোর্টার, প্রধান রেফারি দায়িত্বে ছিলেন মোহাম্মদ লতিফ রাইসম্যান মারোফ হাসান ও ইমন মিয়া,ইসমাইল বাক্কি,সমল মিয়া, জাহাঙ্গীর আলম সাগর মিয়া,গোলাপ হুসেন, ধারাভাষ্যকার হিসাবে ছিলেন রহমত উল্লাহ এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এসময় বাহাউদ্দীন কাহার বলেন, খেলাধুলা করলে মানুষের মন মানসিকতা সবকিছু ভালো থাকে। আমাদের
শারীরিক গঠনের জন্য খেলাদুলা একান্ত প্রয়োজন।