মোহাম্মদ সেলিম রেজা, বাঞ্ছারামপুর প্রতিনিধি | ০৫ অক্টোবর ২০২০ | ৪:২৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে এক হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে ফ্রি চক্ষু ও ডায়াবেটিক চিকিৎসা দেয়া হয়েছে।
আজ সমবার (৫ অক্টোবর ২০২০ইং) উপজেলার উলুকান্দি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বাঞ্ছারামপুর ইসলামি হাসপাতালের পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় ক্যাম্পে ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা নিতে আশেপাশের গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতালের মেডিকেল টিম নিয়োজিত ছিল।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মায়ারামপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা কাজী সামসুল হক
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,
হাজী ফরিদ উদ্দীন আহম্মেদ,জালাল উদ্দিন,মাতু মিয়া,হাবিব মিয়া,তফাজ্জল হোসেন,জসিম মিয়া, মো:ইউনূছ,মো:জামাল মিয়া,কাজী সালাউদ্দিন,মো:কাসু মেম্বার,মো: কাসেম মোম্বার,মো:জাহাঙ্গীর হোসেন মেম্বার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানুষের সেবায় সবসময় বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল কাজ করছেন। তাই বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল যে কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। শতভাগ বিশ্বাস করা যায় এমন
একটি প্রতিষ্ঠান বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল।