মোহাম্মদ সেলিম রেজা, বাঞ্ছারামপুর প্রতিনিধি | ০৭ নভেম্বর ২০২০ | ৫:১৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত।
আজ শনিবার বিকালে আইয়ুবপুর ক্যাপ্টেন (অ:)এবি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক ও আইয়ুবপুর ইনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো:নজরুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনে
প্রধান উদ্ধোধক হিসাবে উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলামের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম সাজু, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন, সহিদুল ইসলাম বাবুল, মো. আবুল কালাম আজাদ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভুইয়া,,ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার
প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
সম্মেলন কমিটির যুগ্ন – আহ্বায়ক মো: হুমায়ন কবির,
উল্লেখ আগামীকাল ৮ অক্টোবর রবিবার এই ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ ঘষোনা করা হবে।
সম্মেলনে আইয়ুবপুর ইউনিয়নের সব ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হন