এস. এম. অলিউল্লাহ খান, | ২০ এপ্রিল ২০১৯ | ১:৩০ অপরাহ্ণ
গত কাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদিতে প্রভাবশালী বাশার বাহিনীর হাতে এক হতভাগা বাবা এবং তার ছেলে গুরুতর জখম।পিতা কালা মিয়ার এক পা কেটে নিয়ে গিয়েছে বাশার গং।
গতকাল উপজেলার রুপসদী গ্রামের (কান্দাপাড়া)কালা মিয়া (৪০) পিতা সাম মিয়া বেপারী,বিল্লব মিয়া (১৯)পিতা কালা মিয়া।তাদের কে আজ বিকাল ৫ টার দিকে বাঞ্ছারামপুর সদর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।
আহত বিপ্লব বলেন,”আমাকে ও আমার বাবাকে বাসার, দনমিয়া,মনির মেম্বার,আনার হুসেন,আসাদুল, আলী, কিবরিয়া,শামিম কাসেম,সহ ১৮ জনকে আসামী করে (আগুনের)মামলা করার কারনে আজ এ অবস্থা হয়।”
পা হারানো কালা মিয়ার স্ত্রী বলেন, গত ৩ মাস আগে আমার একটি আগুনে পোড়ার মামলাকে কেন্দ্র করে আজ শুক্রবার বিকাল ৩ টার দিকে আমার স্বামী ও ছেলেকে ২ টা টেটাসহ তার ডান পা কেটে রেখে দিয়েছে বাশার গং। ছেলে বিপ্লব কে ২ টি টেটাবিদ্ধ করেছে”।
উল্লেখ্য, পা হারানো কালা মিয়া এলাকায় “কালা চোর” হিসেবে পরিচিত।
নাম প্রকাশে একাধিক ব্যক্তি বলেন,” কালার বিরুদ্ধে চুরীর অভিযোগ থাকলেও তার পা কেটে নেয়াটা অন্যায়।চুরী করলে অাইন অাছে।”