মুফতী এনামুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | ২৯ অক্টোবর ২০২০ | ৫:২৯ অপরাহ্ণ
ফ্রান্সে বিশ্বনবী মোহাম্মদ(সাঃ)র’ ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এদারায়ে তালিমিয়্যাহ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ হতে আজ বৃহস্পতিবার দুপুর ১১টায় ঐতিহাসিক বিক্ষোভ মিছিল শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতী মুবারকুল্লাহর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শায়খ সাজিদুর রহমান, মুফতী আব্দুর রহিম কাসেমী,মুফতী নোমান হাবিবী,মুফতী বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা জয়নাল আবেদীন বাকাইলী,মুফতী আব্দুল হক,মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, মুফতী জাকারিয়া খান প্রমুখ উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, ফ্রান্সে বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) এ-র ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের দুই শত কোটি মুসলমানদের কলিজায় আঘাত করেছে।
রাসুলুল্লাহ (সাঃ)শানে বেয়াদবি করার অপরাধে ফ্রান্সের প্রেসিডেন্টকে বিশ্বের মুসলিম উম্মাহর কাছে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশও মুসলিম ফ্রান্সের বিরুদ্ধে যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
বক্তাগণ বাংলাদেশ সরকারকে আগামী সংসদ অধিবেশনে ফ্রান্সের বিষয়ে নিন্দা প্রস্তাব পাশ করার আহবান জানিয়ে বলেন, বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ সরকারের দায়িত্ব হয়ে দাড়িয়েছে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং ফ্রান্সের পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা।