কে.এম.সুহেল আহমদ,কাতার থেকেঃ | ২৯ নভেম্বর ২০১৮ | ২:০২ অপরাহ্ণ
আসন্ন বাংলাদেশের বিশ্ব ইজতেমাকে উপলক্ষ করে কাতারে একদিনের ‘জোড় ইজতেমা’ শুরু হতে যাচ্ছে কাতার মার্কাজ মসজিদে।
৩০নভেম্বর(শুক্রবার) রাজধানী দোহার সানাইয়ার
১০নাম্বার রোডে ফিংগার পিন অফিসের অপরদিকে অবস্থিত মারকাজ মসজিদে ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত চলবে এ জোড় ইজতেমা। উক্ত জোড় ইজতেমায় কাতারে বসবাসরত প্রবাসী ধর্মপ্রাণ মুসলিম ভাইদের আসার জন্য মারকাজ কর্তৃপক্ষের পক্ষ হতে বিশেষভাবে আমন্ত্রন জানানো হয়েছে।
উল্লেখ্য যে, আগামী ১৮,১৯ ও ২০ জানুয়ারী ২০১৯ ইং তারিখে অনুষ্ঠিত বাংলাদেশের বিশ্ব ইজতেমাকে সফল ও স্বার্থক করে তুলার নিমিত্ত্বে এই জোড় ইজতেমা।