| ১১ সেপ্টেম্বর ২০১৮ | ৪:৪১ পূর্বাহ্ণ
বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা আরব উপদ্বীপের ক্ষুদে দেশ ওমানে শ্রম আইন লঙ্ঘনে রেকর্ড গড়েছেন। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসছে।
আজ ১০ সেপ্টেম্বর সোমবার দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের এ বিষয়ে এক প্রতিবেদনে প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে দেখা গেছে, ২০১৭ সালে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ওমানে মোট ২৭ হাজার ৮৩৭ জন প্রবাসী শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গত বছর দেশটিতে শ্রম আইন লঙ্ঘনে অন্যান্য দেশের শ্রমিকদের চেয়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশি প্রবাসী ২০ হাজার ৫৫৭ জন শ্রমিক শ্রম আইন লঙ্ঘন করে সবার শীর্ষে রয়েছেন, এরপরে পাকিস্তানি ৩ হাজার ২৮৫ জন প্রবাসী শ্রমিক শ্রম আইনের লঙ্ঘন করে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতীয়দের ১ হাজার ৯৫৫ জন ভারতীয় প্রবাসী শ্রম আইনের লঙ্ঘন করে তৃতীয় স্থানে রয়েছে। এই তিন দেশের বাইরে অন্যান্য দেশের মাত্র ১ হাজার ৪০ জন প্রবাসী শ্রমিক শ্রম আইন লঙ্ঘন করেছেন।