রিপোর্ট: মোঃ অমিত হাসান অপু, আখাউড়া থেকে | ০৭ জুন ২০১৯ | ৬:৫৫ পূর্বাহ্ণ
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন,
আমার মনে হয় যুক্তরাজ্যের উচিৎ নিজেদের সমস্যা নিয়ে চিন্তা করা, বাংলাদেশ নিয়ে ভাবার দরকার নেই।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে টিন ও গৃহনির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, ঢাকা বসে রাজনীতি করার দিন শেষ। ওনাদের (ড. কামাল হোসেনদের) জনগণের সঙ্গে কোন সম্পৃক্ততা নেই। অনেকেই আছেন যারা ড. কামালের চেহেরা দেখেননি। শুধু খবরের কাগজ ও টেলিভিশনে দেখেছেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল,পৌর যুবলীগের সভাপতি মনির খাঁন সাধারণসম্পাদক আবু কাউছার ভুঁইয়া, যুবলীগ নেতা জুয়েল রানা, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, সহ-সভাপতি শেখ আশিকুর রহমান নাঈম, পৌর ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি মাহীন হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, পৌর ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক প্রদপ্রার্থী লতিফুর রহমান, দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ ইব্রাহিম ভূঁইয়া লিটন প্রমুখ।