• শিরোনাম


    বলৎকার (কবিতা)

    এম.ডি.সালাহ্উদ্দিন | ১২ জুলাই ২০১৮ | ১:১৯ অপরাহ্ণ

    বলৎকার (কবিতা)


    —–
    ইচ্ছে ছিলো মানুষ হবো
    চেষ্টা ছিলো তাই,
    এখন দেখি মানুষ হয়ে
    বাঁচার উপায় নাই।

    রাষ্ট্র যেন যৌনদেবী
    লিঙ্গ যাদের মোটা,
    তারাই কেবল পেয়ে থাকেন
    ভোগ করিবার কোটা।



    আমরা সবাই দর্শক তাই
    তারা দেখান দৃশ্য,
    পেছনে তার লীলা করে
    শ্রী রাম কৃষ্ণ।

    দলে দলে দলাদলি
    যারা করেন সর্বদায়,
    তারাই নাকি দূর করিবেন
    রাষ্ট্র থেকে সম্প্রদায়।

    সমতাকে ধ্বংস করে
    লালন করে পুঁজিবাদ,
    অস্ত্র দিয়ে শাসন করে
    কে করবে আর প্রতিবাদ!

    নেই নীতি নৈতিকতা
    দুর্নীতির স্রস্টা,
    তারাই নাকি বিশ্বজুড়ে
    শান্তি করবে প্রতিষ্ঠা!

    খাঁচায় বসে রাষ্ট্র চালায়
    জাতে জাতে মিলায় হাত,
    ক্ষমতাকে ধরে রাখতে
    ঘটায় তারা রক্তপাত।

    শাসক রুপে রুপ ধরিয়া
    শোষণ করে সবি নেয়,
    মুল ঘটনা ঢেকে রাখতে
    উল্টো করে ব্রিফিং দেয়।

    এ সব কথা বলতে মানা
    জীবনের ভয় আছে তাই,
    লিখতে পারেন পড়তে পারেন
    এক্কেবারেই বলতে নাই।

    দেশটা যেন যৌনদেবী
    সোনামাখা রুপ তার,
    যার হাতে যায় ক্ষমতা
    সে’ই করে বলৎকার।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    মগের মুল্লুক (কবিতা)

    ১১ আগস্ট ২০১৮

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম