• শিরোনাম


    বরিশালে সকাল ৮ টায় ব্যালট পেপার শেষ, ইসলামী আন্দোলনের ভোট বর্জনের ঘোষনা।

    বরিশাল প্রতিনিধি | ৩০ জুলাই ২০১৮ | ১২:৩৩ অপরাহ্ণ

    বরিশালে সকাল ৮ টায় ব্যালট পেপার শেষ, ইসলামী আন্দোলনের ভোট বর্জনের ঘোষনা।

    AlAl Mahmud

    বরিশালে জাল ভোটের উৎসব, হাতপাখার ভোট বর্জন



    অনিয়ম, কারচুপি জালভোটের অভিযোগে ভোট বর্জন করেছে ইসলামী আন্দোলন। বেলা সাড়ে এগারোটার দিকে সংগঠনটির মহানগর কার্যালয়ে দলীয় নেতারা ভোট বর্জনের ঘোষণা দেন। নির্বাচনে জাল ভোটের অভিযোগে যৌথভাবে সংবাদ সম্মেলন ডেকেছে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী। সেখান থেকে ভোট বর্জনের ঘোষণা আসতে পারে।
    এদিকে বরিশাল নগরীর রুপাতলীর জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে দেখা যায়, কেন্দ্র দখল করে নৌকা মার্কায় সিল মারছেন নৌকার সমর্থকরা। সকাল থেকেই ভোটারা অভিযোগ করছেন, কেন্দ্রে গেলেও তারা ভোট দিতে পারছেন না।
    কাউন্সিল প্রার্থীর ব্যালট সরবরাহ করলেও মেয়র প্রার্থীর ব্যালট দেয়া হচ্ছেনা। বাইরে ভোটাররা দীর্ঘ লাইন ধরে আছেন। কয়েকজন ভোটার অভিযোগ করেছেন, বুথে প্রবেশ করে হাতে কালি লাগিয়ে ব্যালট সংগ্রহ করেছেন। কিন্তু নৌকার সমর্থকরা ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরেছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো অভিযোগ পাননি বলে জানান।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম