• শিরোনাম


    বরকতময় রজনী পবিত্র শবেবরাত: মুফতী মোহাম্মদ এনামুল হাসান

    | ২১ এপ্রিল ২০১৯ | ৪:৫৫ অপরাহ্ণ

    বরকতময় রজনী পবিত্র  শবেবরাত:  মুফতী মোহাম্মদ এনামুল হাসান

    মহিমান্বিত ফযিলতপূর্ণ রাত লাইলাতুল বরাত বা শবেবরাত। লাইলাতুল বরাতে মুসলিম মিল্লাতের জন্য রয়েছে সীমাহীন বরকত, মুক্তি ও কল্যাণ। পবিত্র এই শবেবরাত মাহে রমজানের পূর্বের মাস অর্থাৎ শাবান মাসে হওয়াতে এর গুরুত্ব ও তাৎপর্য রয়েছে অনেক।বিশ্বনবী মোহাম্মদ (সা:) এরশাদ করেছেন,শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহতায়ালার মাস।

    শাবান মাসের ১৪তম তারিখে দিবাগত রাত ই হচ্ছে লাইলাতুল বরাত বা শবেবরাত। গুনাহ থেকে মুক্তি লাভের এক অনন্য রাত শবেবরাত। এই পবিত্র রাতে এবাদত করার ফলে মুমিন মুসলমানদের গুনাহ মাফ হয়ে থাকে এবং আল্লাহর কাছে মুমিনের মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে।
    রাসুল(সা:)বলেন, শাবান মাসের রোজা আমার নিকট অন্য মাসের তুলনায় অধিক প্রিয়। তোমাদের নিকট যখন শাবানের রাত (শবেবরাত) উপস্থিত হবে তখন তোমরা সে রাতে জাগ্রত থাকো,নামাজ পড়,কুরআন পড়, যিকির আযকার,তাসবীহ পড়, দোয়া কর এবং দিনের বেলায় রোজা রাখ। কারণ এরাতে আল্লাহতায়ালা সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত প্রথম আকাশে এসে ঘোষণা করতে থাকে, আছো কোন পাপী আমার নিকট প্রার্থনা করবে?আমি তার পাপ ক্ষমা করে দিব।
    রিযিক প্রার্থী কেউ আছো কি? আমি তাকে রিযিক দান করব। বিপদ থেকে পরিত্রাণ পেতে চাও? আমি উদ্ধার করব।এভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকে।
    হজরত মুয়াজ ইবনে জাবাল(রা:) বলেন, রাসুল(সা:)এরশাদ করেন, শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে অর্থাৎ শবেবরাতে আল্লাহ তার মাখলুকের প্রতি রহমতের দৃষ্টি দেন।অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের দরজা খুলে দেন।



    সীমাহীন ফযিলতপূর্ণ রাত লাইলাতুল বরাত। শব ফারসি শব্দ যার অর্থ রাত, বরাত অর্থ মুক্তি বা ভাগ্য। যাকে আরবিতে বলা হয় লাইলাতুল বরাত। যার মূল অর্থ হচ্ছে সৌভাগ্যের রজনী বা মুক্তির রজনী।

    আরবি চন্দ্রমাসের অষ্টম মাস শাবান। শাবানের চাঁদে এমন একটি ফযিলত ও বরকতময় রাত আছে যে রাতে এবাদত -বন্দেগী করলে সীমাহীন সওয়াবের অধিকারী হওয়া যায়। আর এ রাতটি ই হলো লাইলাতুল বরাত বা শবেবরাত।

    রাসুল(সা:) বলেছেন, শবেবরাতের পরবর্তী বছর পৃথিবীতে কে জন্মগ্রহণ করবে,কে মৃত্যুবরণ করবে তা লিপিবদ্ধ করা হয়। এরাতে বনী আদমের আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়।এরাতে ই তাদের রিযিক বণ্টন করা হয়।এক কথায় সৃষ্টি কুলের সকল কিছুর ভাগ্য নির্ধারিত হয়ে থাকে লাইলাতুল বরাতে।

    গুনাহ মাফের এক অনন্য সুযোগ হিসেবে আল্লাহতায়ালা পবিত্র লাইলাতুল বরাত দান করেছেন মুমিন বান্দাহর জন্য। বান্দাহ যেন নিজেদের অতীত পাপাচার থেকে মুক্ত হয়ে আগত পবিত্র মাহে রমজানুল মোবারকের জন্য নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারে।

    এ লক্ষ্যকে সামনে রেখে ই আল্লাহ তায়ালা রমজান শুরু হওয়ার মাত্র অল্প কিছুদিন পূর্বে উপহার হিসেবে বান্দাহদের জন্য দান করেছেন।

    আসুন, এই বরকতময় রাতে আমরা বেশি করে নামাজ,কুরআন তেলাওয়াত, দুরুদ শরিফ, তওবা এস্তেগফার যিকির আযকার, সাধ্যমত দান খয়রাত করা সহ নিজেদের অতীত পাপাচারের কথা স্বরণ করে আল্লাহর দরবারে কান্নাকাটির মাধ্যমে পবিত্র এই রাতকে অতিবাহিত করি এবং সম্ভব হলে পরদিন রোজা রাখি।

    লেখক
    যুগ্ম সম্পাদক
    ইসলামী ঐক্যজোট
    ব্রাহ্মণবাড়িয়া জেলা।
    Email:muftianam100@gmail.com

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম