| ২২ এপ্রিল ২০১৯ | ৪:০৪ পূর্বাহ্ণ
বরকতময় রজনী পবিত্র শবে বরাতে মুসলমানদের খোশ আমদেদ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
টুইটারে দেয়া এক শুভেচ্ছা বার্তায় এরদোগান বলেন: আমি আশা করি লাইলাতুল বরাত তুর্কি জনগণ, মুসলিম জাহান ও মানবতার জন্যে কল্যাণ বয়ে আনবে। আমি মহান আল্লাহর কাছে প্রত্যাশা করি যে,পবিত্র লাইলাতুল বরাতে আসমান ও জমিন আল্লাহর রহমত ও করুণায় ভরে উঠবে। পবিত্র এ রাতটি তুর্কি জনগণ, বিশ্বের সকল মুসলিম ও মানবতার জন্যে কল্যাণ ও সৌন্দর্যের কারণ হোক।
টুইটের আলাদা ক্যাপশনে এরদোগান লিখেন: সবাইকে বরকতময় এ রাত্রির মুবারকবাদ।
সূত্র: যুগান্তর।