• শিরোনাম


    বনগ্রাম উয়েলফেয়ার এসোসিেয়শন ইউকে’র’ কার্যনির্বাহী কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন।

    কে.এম.সুহেল আহমদঃ | ১৮ জানুয়ারি ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

    বনগ্রাম উয়েলফেয়ার এসোসিেয়শন ইউকে’র’ কার্যনির্বাহী কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন।

    সিলেট গোলাপগঞ্জের বুধবারি বাজার ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাস রত বনগ্রাম বাসির প্রাণের সংগঠন ‘বনগ্রাম উয়েলফেয়ার এসোসিয়শন ইউকে’র’ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামি ২ বছর সংগঠন পরিচালনার জন্য সম্প্রতি নতুন কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০২০ গঠন করা হয়েছে।
    এতে কবি এ.কে.এম. আব্দুল্লাহ কে সভাপতি, গুলজার হুসেনকে সাধারণ সম্পাদক ও আলকাসুর রহমান কমরকে কোষাধ্যক্ষ করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
    received_2233718400202214
    এর মধ্যে সহ- সভাপতি হলেন সরকুম আলি( সোনাহর),আলিম উদ্দিন, আব্দুল মালিক ও মোঃ দুলাল মিয়া। সহ-সাধারণ সম্পাদক সাইদুল আলম ও আকসার হোসেন। সহ -ট্রেজারার ছামিন আলি (আবুল) ও আব্দুল গনি।
    সাংগঠনিক সম্পাদক মৌলানা জসিম উদ্দিন।
    সহ- সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম ও আহমদ হোসেন। প্রচার সম্পাদক তরিক আহমদ।
    সহ- প্রচার সম্পাদক আলিম উদ্দিন, আব্দুস সামাদ, কামাল উদ্দিন ও সেলিম উদ্দিন।
    ধর্মবিষয়ক সম্পাদক মোঃ লুদু মিয়া।সহ ধর্মবিষয়ক সম্পাদক আতিক আহমদ। ইসি সদস্যদের মধ্যে হলেন রফিক উদ্দিন, হেলাল, আব্দুল বাছিত লিটু,কবির হোসেন ও সালেহ আহমদ।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম