| ১০ নভেম্বর ২০১৮ | ২:৪১ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালানিয়া স্পেসের কাছ থেকে সম্পূর্ণ মালিকানা বুঝে পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে টাইটেল হস্তান্তরের মাধ্যমে পূর্ণ নিয়ন্ত্রণ বুঝে নেওয়া হয়।
জানা যায়, গত ১১ মে স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকে এর নিয়ন্ত্রণ ছিল উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়ার হাতে। গত জুনে প্রাথমিকভাবে এটার নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সব ধরনের কারিগরি পরীক্ষা শেষে সম্পূর্ণভাবে এর নিয়স্ত্রণ বুঝে নেওয়া হলো শুক্রবার। প্রথমে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হকের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর করেন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর থ্যালেস অ্যালেনিয়ার প্রোগ্রাম ম্যানেজার জিল ওবাদিয়া। দায়িত্ব বুঝে নিয়ে জহুরুল হক পরে স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের কাছে টাইটেল হস্তান্তর করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগা্যোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |