গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী):- | ০৬ ডিসেম্বর ২০২০ | ১১:১৫ অপরাহ্ণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে- সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৬ই ডিসেম্বর রবিবার বিকালে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল হকের সঞ্চালনায় সমাবেশে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবকলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগ সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকগণ বক্তব্য রাখেন।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে হাজার হাজার নেতাকর্মি উপস্থিত হয়।
আওয়ামিলীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।