| ১১ ডিসেম্বর ২০১৮ | ৩:১৫ অপরাহ্ণ
ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে না গলানোর অনুরোধ জানিয়েছে দেশটির সরকার।
শনিবার জলবায়ু চুক্তির বিষয়ে ট্রাম্প দুটি টুইট করার পর রোববার ফ্রান্স সরকার এই প্রতিক্রিয়া জানায়।
শনিবার ট্রাম্প ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন নিয়ে দু’টি টুইট করেন। টুইট বার্তায় তিনি লিখেন,‘প্যারিসে খুবই দুঃখজনক দিন ও রাত। এখন হাস্যকর ও অত্যন্ত ব্যয়বহুল প্যারিস চুক্তি বাতিল করে জনগণের ওপর করের বোঝা কমানোর সময় এসেছে কি?’
আরেক টুইট বার্তায় লিখেন, ‘মানুষ হয়ত পরিবেশ রক্ষার জন্য বেশি টাকা পয়সা খরচ করতে চায় না, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোকে তো নয়ই । ‘আমরা ট্রাম্পকে চাই’ বলে শ্লোগান দিচ্ছে! ফ্রান্সকে ভালোবাসি।’
বার্তা সংস্থা এএফপি জানায়, আগে ট্রাম্প তার কয়েকটি টুইটে মিথ্যা তথ্য দিয়ে বলেছিলেন, ফরাসি আন্দোলনকারীরা তার নামে শ্লোগান দিচ্ছে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-ইভস লো ড্রিয়ান এলসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন,‘আমরা আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে কিছু বলি না এবং আশা করছি আমাদের ক্ষেত্রেও এটা করা হবে।’
তিনি বলেন,‘আমি ডোনাল্ড ট্রাম্পকে একথা বলছি এবং ফরাসি প্রেসিডেন্টও এই কথাই বলেছেন: আমাদের জাতিকে আমাদের মতো থাকতে দিন।’