মুফতি মুহাম্মদ এনামুল হাসান, প্রতিনিধি - আওয়ার কণ্ঠ | ০৭ নভেম্বর ২০২০ | ১:৪৩ পূর্বাহ্ণ
শুক্রবার জুমার নামাজের পর সেকশন (বেড়িবাঁধ) নবাবগঞ্জ লালবাগ ঢাকায় “পুরান ঢাকা ইমাম মুসল্লী ঐক্য পরিষদ” এর ব্যানারে ফ্রান্সে রাসূল সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ বড় মসজিদের খতিব মুফতি জুনায়েদ কাসেমীর সভাপতিত্বে পুরান ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া নুরিয়ার সম্মানিত প্রিন্সিপাল আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, আরো উপস্থিত ছিলেন মুফতি মনজুরুল ইসলাম আফেন্দী ও মুফতি সাখাওয়াত হোসাইন রাজি।
মুফতি সাইফুল্লাহ হাবিবীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিক্ষোভ সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক জামিয়া শারিফিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সোহরাব হোসাইন, মুফতি রাফি বিন মনির, মুফতি তানভীর আহমেদ সিদ্দিকী, মুফতি আব্দুর রহমান বেতাগী, মাওলানা আল আমিন আজাদ, মাওলানা আইয়ুব সাদী সহ স্থানীয় মসজিদগুলোর ইমাম খতিব ও মুসল্লীরা।
বক্তারা সমাবেশে জনসাধারণের প্রতি ফ্রান্সের পণ্য বয়কট করার আহবান জানান, এবং তারা সরকারের নিকট আহবান জানান ফ্রান্সের দূতাবাস বরাবর নিন্দা প্রস্তাব পাঠানোর জন্য।