মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রতিনিধি,নোয়াখালী। | ১৫ অক্টোবর ২০২০ | ৯:২৭ অপরাহ্ণ
সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে অবমাননার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ ও মশাল মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মশাল মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পাদদেশে সমবেত হয়।
এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে বঙ্গবন্ধুর ছবির স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সাবেক ভিপি নুরুল হক নুরের ছবি বসানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারী কতৃক অবমাননার প্রতিবাদ জানান। এসময় তারা নুর ও তার সহযোগিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জুয়েল রানা, নোয়াখালী জেলা শাখার সভাপতি সাকিবুল ইসলাম, সহ সভাপতি আরিফ চৌধুরী, মোজাম্মেল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |