| ২৯ অক্টোবর ২০১৮ | ৫:১২ পূর্বাহ্ণ
দাগনভূঞায় ভরণ পোষণ চাওয়ায় মাকে পিটিয়ে আহত করেছে ছেলে মোহাম্মদ আলী ঝন্টু (৩৫)। ঘটনাটি ঘটেছে গত রোববার সকালে পৌরশহরের ইয়ারপুর গ্রামের মোল্লা বাড়িতে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার সকালে মা আমেনা বেগম ভরণ-পোষণ চাওয়ার কারণে পিটিয়ে গুরুতর আহত করে। মায়ের চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহত আমেনা বেগম বাদী হয়ে ছেলেকে আসামি করে থানায় অভিযোগ করেন।
আহত আমেনা বেগম জানান, কখনো ভরণ-পোষণ না দিয়ে ছেলে সব সময় গালিগালাজ করত। রোববার সকালে ভরণ পোষণ চাওয়ায় এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে আঘাত করে।
দাগনভূঞা থানার ওসি মো. ছালেহ আহাম্মদ পাঠান বলেন, অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে