এস.এম অলিউল্লাহ, স্টাফ রিপোর্টার | ২৭ এপ্রিল ২০২০ | ১:১০ অপরাহ্ণ
ফেনীতে মাই টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।২৬ই এপ্রিল রবিবার সকালে জেলার পাঠাননগর চৌধুরী বাড়ীর প্রঙ্গনে বেসরকারি টেলিভিশন মাই টিভির ১১তম বর্ষ উদযাপন উপলক্ষে ১শ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাই টিভির ফেনী জেলা প্রতিনিধি আমিন চৌধুরীর উদ্যোগে আয়োজিত এই খাদ্য বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ, পাঠানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল। এতে আর ও উপস্থিত ছিলেন মাই টিভি দর্শক ফোরাম সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু জাফর চৌধুরী,ব্যবসায়ী আনোয়ার চৌধুরী,শিমু চৌধুরী, নাজিম উদ্দীন চৌধুরী, সুমন চৌধুরী, তানবীর চৌধুরী, ও এনা ট্রান্সপোর্টের ম্যানেজার ফখরুল ইসলাম চৌধুরী।মাই টিভি উত্তর উত্তর এগিয়ে যাক এটাই প্রত্যাশা করে।