• শিরোনাম


    ফিরে আসতে হবে হেরার আলোকোজ্জ্বল রাজপথে [] মাওলানা কাওসার আহমদ যাকারিয়া

    | ২৬ অক্টোবর ২০২১ | ১১:৫৪ পূর্বাহ্ণ

    ফিরে আসতে হবে হেরার আলোকোজ্জ্বল রাজপথে  [] মাওলানা কাওসার আহমদ যাকারিয়া

    মুসলিম জাতি আজ অনৈক্যের বেড়াজালে আবদ্ধ। দল-উপদল, ফেরকাবন্দী, মনগড়া তরিক্বা ইত্যাদি সহ নানাবিধ কারণে ইসলামের সঠিক শিক্ষা থেকে বঞ্চিত তারা। ইসলাম, মুসলিম, ইলাহ্, রব, ঈমান, ইহসান, কুফর, জুলুম, নিফাক, ফিসক, রিদ্দাহ ও তাগুত সহ যাবতীয় মৌলিক পরিভাষাগুলোর মনগড়া ব্যাখ্যা করছে তারা। শিরক-বিদ’আতের সয়লাবে হারিয়ে গেছে ইসলামের তাহজিব-তামাদ্দুন ও সঠিক পরিচয়। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা ইত্যাদি আইয়্যামে জাহিলিয়্যাতকেও হার মানিয়েছে। ধর্মীয় আহবার, রুহবান ও পীর-মাশায়েখদেরকে গরীবনেওয়াজ, বান্দানেওয়াজ, ‘আতাবখশ, গঞ্জেবখশ, গাউছ, কুতুব, আকতাব, কুতুবুল আকতাব, আবদাল ও গাওছুল আযম খেতাব দিয়ে ইলাহ ও রবের আসনে বসিয়েছে।

    অপরদিকে রাষ্ট্রীয়ভাবে ধর্মকে রাজনীতি থেকে আলাদা করে বহু ইলাহ ও বহু রবের ইবাদতের রাস্তা খোলা হয়েছে। মন্ত্রী-এমপি ও শাসকদেরকে সার্বভৌম ক্ষমতার অধিকারী, আইনদাতা-বিধানদাতা, আইন প্রণয়ন করা ও প্রয়োজনে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরী করার ক্ষমতা দিয়ে তাদেরকে ফেরাউনের মত আল্লাহর আসনে বসিয়েছে। ইসলামের সঠিক শিক্ষার অবর্তমানের সৃষ্ট এই নরকীয় পরিস্হিতি হতে মুক্তি পেতে হলে সকল তন্র-মন্ত্র ত্যাগ করে আমাদের আবার ফিরে আসতে হবে কুরআন-সুন্নাহর সঠিক পথে। হেরার আলোকোজ্জ্বল রাজপথে।
    তাহলেই সফলতা।



    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০১ জুলাই ২০১৮

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম