• শিরোনাম


    প্রযুক্তির সদ্ব্যবহার সুনিশ্চিত করতে হবে

    নেয়ামত উল‍্যাহ তারিফ:বিশেষ প্রতিনিধি | ২৪ নভেম্বর ২০২২ | ৩:১১ অপরাহ্ণ

    প্রযুক্তির সদ্ব্যবহার সুনিশ্চিত করতে হবে

    বিটিআরসির তথ্যমতে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫১৫ কোটি এবং বাংলাদেশে অন্তত সাড়ে ১২ কোটি। বিশ্বে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৭০ কোটির ঊর্ধ্বে এবং বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অন্তত ৫ কোটি ২০ লাখ। আর এর অধিকাংশই তরুণ প্রজন্ম। অথচ এই তথ্যপ্রযুক্তির যাচ্ছেতাই ব্যবহার গোটা প্রজন্মকে স্মার্টফোনে বন্দি করে রাখছে। অনেক ক্ষেত্রে দেখা যায় পিতা-মাতার উৎসাহ বা অবহেলায় শিশুরা খুব অল্প বয়স থেকেই বিভিন্ন গেমে আসক্ত হয়ে পড়ছে। ইন্টারনেট এমন এক উদ্ভাবন যার ওপর ভর করে ঘুরে আসা যায় যে কোনো আলো বা অন্ধকার জগৎ।

    ইতালি প্রবাসী মোঃ বাহার উদ্দিন মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন ডার্কওয়েব, ইউটিউব, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে বর্তমান তরুণেরা সামাজিক ও নৈতিক মূল্যবোধ থেকে বিচ্যুত হচ্ছে। ফলে সামাজিক অবক্ষয় ও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে।



    তিনি আরো বলেন, আজকের তারুণ্য, আগামীর নেতৃত্ব। তাই এই তরুণদের নিয়ে আমাদের ভাবা উচিৎ। নৈতিক ও সামজিক অবক্ষয় রোধ করে, প্রযুক্তির সদ্ব্যবহার সুনিশ্চিত করার মাধ্যমেই আদর্শ নেতৃত্ব গড়ে তোলা সম্ভব।

    বাহার উদ্দিন বলেন, প্রযুক্তির অপব্যবহার নয়; বরং সঠিক ব্যবহার নিশ্চিতকরণই আমাদের প্রত্যয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ অক্টোবর ২০১৯

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম