• শিরোনাম


    প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী পদত্যাগ করেছেন মন্ত্রিসভার টেকনোক্র্যাট চার মন্ত্রী।

    | ০৭ নভেম্বর ২০১৮ | ৫:১৬ পূর্বাহ্ণ

    প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী পদত্যাগ করেছেন মন্ত্রিসভার টেকনোক্র্যাট চার মন্ত্রী।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুযায়ী পদত্যাগ করেছেন মন্ত্রিসভার টেকনোক্র্যাট চার মন্ত্রী।
    তারা হলেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসীকল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
    ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে তাদের পদত্যাগপত্রগুলো জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।
    এর আগে মঙ্গলবার মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে বর্তমান সরকারের মন্ত্রিসভায় থাকা টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    বৈঠকে শেষে গণভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
    তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মন্ত্রিসভার অন্য সদস্যরা স্বপদে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
    প্রসঙ্গত, যারা নির্বাচিত সংসদ সদস্য না হয়েও বিশেষ বিবেচনায় মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন তারাই হলেন টেকনোক্র্যাট মন্ত্রী।
    প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর তার কার্যালয় থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগপত্র যাবে রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে। পরে মন্ত্রিপরিষদ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম