সাজিদুল ইসলাম সাজিদ, স্টাফ রিপোর্টার | ০৭ নভেম্বর ২০২০ | ১:৪৮ পূর্বাহ্ণ
রংপুরে প্রথমবারের মতো শিখা সংসদ প্রাঙ্গনের টাউন হল চত্বরে শুভ উদ্ভোধনের মধ্য দিয়ে সূচনা হয় ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি পেইন্টিং যাত্রা। কর্মশালার প্রশিক্ষণ দিচ্ছেন সবার প্রিয়মুখ ও দেশ বরেণ্য ক্যালিগ্রাফি শিল্পী মাহবুব মুর্শিদ স্যার। ৫ই নভেম্বর থেকে ৭ই নভেম্বর ২০২০ ইং পর্যন্ত অনুষ্ঠিত হবে এই কর্মশালা। ৩দিনব্যাপী এই কর্মশালার আয়োজক হিসেবে ছিলেন রংপুর চারুকলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী আহসান আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর শিখা সংসদের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালেক, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুজহাত তাবাসসুম রিমু, বিশিষ্ট সাহিত্যিক সংগঠক ও কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক শাহ্ আলম, তরুণ সংগঠক ও সমাজকর্মী আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী, রংপুর চারুকলা একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী আহসান আহমেদ এবং আয়োজক টিম।
উক্ত ক্যালিগ্রাফি কর্মশালায় ঢাকা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়া, খুলনা, নীলফামারি, গাইবান্ধা, কুড়িগ্রাম ও রংপুর থেকে মোট ৪০ জন অংশগ্রহণকারী শিল্পীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালাটি প্রশিক্ষক মাহবুব মুর্শিদ স্যারের ১০তম কর্মশালা । তিনদিন ব্যাপী রংপুরের ক্যালিগ্রাফী ও টাইপোগ্রাফি পেইন্টিং কর্মশালা শেষে একদিনের জন্য উম্মুক্ত প্রদর্শনী থাকবে এবং সকলকে সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হবে