| ৩০ এপ্রিল ২০১৯ | ১১:৫৮ পূর্বাহ্ণ
আমি পৃথিবীর এক নাগরিক
এই পৃথিবী আমার দেশ
আমি পেতে চাই সারা পৃথিবীর সব
প্রকৃতি ও পরিবেশ
এই পৃথিবীর কোলে জন্মেছি আমি
পৃথিবীর সন্তান
আমি পৃথিবীর সব মানুষের তরে
লিখেছি আমার গান
এই পৃথিবী আমার খেলার উঠান,
পৃথিবী আমার বাড়ি
আমি নিজবাড়ি ঘুরে বেড়াতে পারি না
কাঁটাতার দিয়ে পাড়ি
খুলে নাও খুলে নাও কাঁটাতার
আমার এ পথ হতে
যেতে দাও যেতে দাও এ আমায়
পৃথিবীর পথে পথে
*
এই পৃথিবীজুড়েই ঠিকানা আমার
পৃথিবীজুড়েই ঘর
এই পৃথিবী আমার আপন, আমিও
পৃথিবীর নই পর
এই পৃথিবীর বুকে বসতি আমার
পৃথিবীতে সংসার
এই পৃথিবীর সব আলো ছায়াজুড়ে
আমারও যে অধিকার
এই পৃথিবীর মাটি, আকাশ, বাতাস
সবি যে আমার তরে
আমি পথিকের বেশে হেটে যেতে চাই
পৃথিবীর ঘরে ঘরে
খুলে দাও খুলে দাও এ বাঁধন
আমার চরণ হতে
যেতে দাও যেতে দাও এ আমায়
পৃথিবীর পথে পথে
*
আমি পৃথিবীর কবি, গ্রহ তারা রবি
আমাকে দেখায় আলো
আমি পৃথিবীতে কাঁদি, পৃথিবীতে হাসি
পৃথিবীতে বাসি ভালো
এই পৃথিবী আমার উদার জমিন
কাঁটাতার কেন টানো
এই পৃথিবী আমার মুক্ত আকাশ
কেন বুকে তীর হানো
আমি পদ্মা গঙ্গা ভলগা দজলা
মিসিসিপি টেমস তীরে
আমি দেশে মহাদেশে মিশে যেতে চাই
কোটি মানুষের ভীড়ে
কেটে দাও কেটে দাও এ শিকল
আমার দু’ হাত হতে
যেতে দাও, যেতে দাও এ আমায়
পৃথিবীর পথে পথে।
জাগ্রত কবি মুহিব খান বর্তমানে তুরুস্কে সফরে আছেন, তুরুস্কের রাজধানী ইস্তানবুল থেকে কবিভক্তদের জন্য পাঠিয়েছেন।