• শিরোনাম


    পাণ্ঞ্জাবীর অপসংস্কৃতির নিউজ ভাইরাল ফেসবুকে, সুন্নতি পোশাক পরিধানের আহ্বান ভক্তদের।

    | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৫:১৫ পূর্বাহ্ণ

    পাণ্ঞ্জাবীর অপসংস্কৃতির নিউজ ভাইরাল ফেসবুকে, সুন্নতি পোশাক পরিধানের আহ্বান ভক্তদের।

    কওমী অঙ্গনে বেশ কিছু অপসংস্কৃতি প্রবেশ করার সাথে সাথে পাঞ্জাবী স্টাইল করাটাও ইদানিং খুব প্রতিযোগিতা মূলকভাবে প্রবেশ করছে ৷ কার থেকে কে বেশি স্টাইল করে পাঞ্জাবী বানাতে পারে তা নিয়ে এখন ছাত্রদের মাঝে চলছে রীতিমত প্রতিযোগিতা !

    হয়তো বামপন্থীদের কু-দৃষ্টি এখন মাদ্রাসার ছাত্রদের নূরানী পোষাকের উপরেও পড়েছে ৷ তারা এখানেও বিজাতীয় সংস্কৃতির ছোঁয়া লাগাতে চায় ৷ তাই সুকৌশলে তারা প্রতিনিয়ত এমন অনেক আপত্তিকর কাজ করে যাচ্ছে ৷



    বর্তমান ইসলামী শিল্পীরা বিশেষ করে(কলরব) এই অপসংস্কৃতির খুব বেশি শিকার৷ তাদের দেখাদেখি সাধারণ ছাত্ররাও পিছিয়ে নেই ৷

    আরে ভাই! নাক কাটা, কান কাটা, হাতায় এক রং, পেটে পিঠে আরেক রং , কলারে আরেক রং ( যেন রঙের এ্যাড দিচ্ছেন ) এত্ত রং ঢঙের পাঞ্জাবী না গায়ে দিয়ে শার্ট গায়ে দেন ৷ বেশ সুন্দর দেখাবে ৷

    কিন্তু প্রিয় নবীজির সুন্নতী পোষাককে বাহারি ডিজাইন করে গায়ে দেয়া নববী আদর্শের চরম অবমাননা ছাড়া আর কিছু নয় ৷ এটা কখনই শুদ্ধ এবং সঠিক সংস্কৃতি হতে পারেনা ৷

    এমন ডিজাইনিং পাঞ্জাবী ইসলাম সমর্থন করে কিনা সেটাও দেখার বিষয় ৷ তা ছাড়া আমাদের আকাবিরে হযরতরা এমন পাঞ্জাবী আদৌ পছন্দ করেন কিনা সন্দেহ আছে ৷

    মরহুম আইনুদ্দিন আল আজাদ রহ.এর জীবদ্দশায় কলরবের পোষাক ছিলো ধবধবে সাদা জান্নাতী পোষাক ৷

    আর এখন এক পাঞ্জাবীতে সতের রঙের ডিজাইন! এটা আর যাই হোক সুন্নতী লেবাস হতে পারে না ৷
    কারন-বর্তমান সময়ের এবং আমাদের দেশের ‘সালিহীনরা’ এই পোষাক পরেননা এবং পসন্দওও করেননা।
    আর পোষাকের ক্ষেত্রে ‘সালিহীনদের’ ব্যক্তিগত ব্যবহারও একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।

    তাই শিল্পীদের প্রতি আকুল আবেদন ৷ বিশেষ করে কলরব শিল্পীদের প্রতি ৷

    মানুষ আপনাদেরকে অনেক বেশি ভালোবাসে ৷ আপনাদের উপর তাদের অনেক শ্রদ্ধা ভক্তি৷ আপনাদের দ্বারা যেন অন্তত সুন্নতী লেবাসের প্রতি অবমাননা প্রকাশ না পায় ৷

    সাথে সাথে আপনাদের কল্যানকামী হিসেবে আমার আরেকটি অনুরোধ থাকবে— হক্কানী আলেমদের সাথে সু-সম্পর্ক রেখে, এবং পরামর্শ করে যদি সংস্কৃতি অঙ্গনকে পরিচালনা করা হয়, তাহলে মানুষ আপনাদের থেকে আরো বেশি উপকৃত হবে, ইনশাআল্লাহ ৷

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    নিয়ত অনুসারে নিয়তি ও পরিনতি

    ২১ সেপ্টেম্বর ২০১৯

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম