• শিরোনাম


    পাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ড.আরিফ হুসাইন আলভী।

    | ০৫ সেপ্টেম্বর ২০১৮ | ১:২৯ পূর্বাহ্ণ

    পাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ড.আরিফ হুসাইন আলভী।

    পাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রার্থী আরিফ হুসাইন আলভী। এ নির্বাচনে দ্বিতীয় অবস্থানে আছেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমীর মাওলানা ফজলুর রহমান। তৃতীয় হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী এত’জাজ আহসান ।

    ন্যাশনাল এসেম্বলিতে ৪২৪ ভোটের মধ্যে আরিফ আলভি ২১২ টি, মাওলানা ফজলুর রহমান ১৩১টি ও এত’জাজ আহসান ৮১ টি ভোট পেয়েছেন।



    সিন্ধত এসেম্বলিতে ১৬১ ভোটের মাঝে ১৫৮টি ভোট কাস্ট হয়। এতে এ’জাজ আহসান ১০০টি, আরিফ আলভি ৫৬টি ও মাওলানা ফজলুর রহমান ৩৯টি ভোট পেয়েছেন।

    বেলুচিস্তানে ৬১ ভোটের মধ্যে ৬০টি কাস্ট হয়েছে। সেখানে আরিফ আলভি ৪৫টি, মাওলানা ফজলুর রহমান ১৫টি ভোট পেয়েছেন। এত’জাজ আহসান সেখানে কোনো ভোট পাননি।

    খাইবার পাখতুনে ১১২ ভোটের মাঝে ১১১টি কাস্ট হয়েছে। সেখানে আরিফ আলভি ৭৮টি, মাওলানা ফজলুর রহমান ২৬টি ও এত’জাজ আহসান ৬টি ভোট পেয়েছেন।

    পাঞ্জাবে ৩৫৪ থেকে ৩৫১টি ভোট কাস্ট হয়েছে। সেখানে আরিফ আলভি ১৮৬টি, মাওলানা ফজলুর রহমান১৪১টি ও এত’জাজ আহসান ৬টি ভোট পেয়েছে।

    রাষ্ট্রপ্রতি নির্বাচনে মোট ভোট ছিল ১১২১টি। ন্যাশনাল এসেম্বলি সিনেট সহ বিভিন্ন এসেম্বলিতে আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম